মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এনটিভির টকশো
এশিয়ার ইউরোপ’ খ্যাত মালয়েশিয়ায় উচ্চতর ডিগ্রি লাভে বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে শিক্ষার্থীরা আসছেন। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী মালয়েশিয়ায় যান।
মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষার পরিবেশ সম্পর্কে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষাথীরা বলেন, সরকারি ও উচ্চ মানের কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাড়া মালয়েশিয়ার প্রায় বেশির ভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহজেই ভর্তি হওয়া যায়। মালয়েশিয়ার বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ও কলেজে টিউশন ফিও কম। মূলত এই কয়টি কারণেই বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ায় যান। শিক্ষাথীরা এনটিভিকে জানান, মালয়েশিয়ায় সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এই মেধাকে দেশের কাজে লাগাতে চান শিক্ষার্থীরা। এনটিভি পাক্ষিক নিয়মিত আয়োজন প্রবাস জীবনে অংশ গ্রহণ করেন আইইউকেএল অরুনিমা হোসাইন, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম ) মোহাম্মদ বাশির, মাহসা ইউনিভার্সিটি মোহাম্মদ শরিফুল ইসলাম ,ইউনিভার্সিটি মালায়ার শিক্ষাথী শাপলা খানম ।
মালয়েশিয়া বারজায়া টাইম স্কয়ারে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে কথা বলেন এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট ,এনটিভি প্রবাস জীবনের উপস্থাপক আরিফুর রহমান। আগামী ১০ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট ও মালয়েশিয়া সময় রাত ১টা ৩০ মিনিট ও অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামী ১৪ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় ৩টা ও মালয়েশিয়া সময় বিকাল ৫টা টকশো প্রচার হবে এনটিভি প্রবাস জীবনে।…..read more
Leave a Comment